ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক এমদাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি কালাম, সম্পাদক এমদাদ সভাপতি কালাম, সম্পাদক এমদাদ। ছবি: সংগৃহীত

বান্দরবান: বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০১৯ এ সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবুল কালাম সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোহাম্মদ এমদাদ উল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে আবুল কালাম ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ জয়নুল আবেদীন পেয়েছেন ২৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে কৌশিক দত্ত পেয়েছেন ৪০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তালেব ২৪ ভোট।

এছাড়া অর্থ সম্পাদক পদে শামসুল আলম ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আবু জাফর পেয়েছেন ১৪ ভোট।

এর আগে সাধারণ সম্পাদক পদসহ ৪টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়। তারা হলেন সহ-সভাপতি মো. ইলিয়াছ শাহ, সাধারণ সম্পাদক পদে মো. এমদাদ উল্লাহ, পাঠাগার ও আইটি সম্পাদক মোহাম্মদ আলমগীর চৌধুরী এবং নির্বাহী সদস্য বিমল তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ তাওহীদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।