মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান পরিবারের সদস্যরা।
তিনি দীর্ঘদিন ধরে পারকিনসনস ডিজিজে ভুগছিলেন।
শুক্রবার (৮ ফেব্রুয়ারি) জানাজা শেষে বনানী করবস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্র জানা গেছে।
এএসএম শাহজাহান ২০০১ সালের ১৫ জুলাই গঠিত তত্ত্বাবধায়ক সরকারের শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন।
এছাড়া ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্বও পালন করেন।
১৯৭৬ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রথম ডেপুটি কমিশনার ছিলেন শাহজাহান। দেশের জাতীয় বাংলা ও ইংরেজি গণমাধ্যমে নিয়মিত কলাম লিখতেন তিনি। তার জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জে।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
আরবি/