ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৯
নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী: নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে রাজবাড়ীতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পালকি চাইনিজ রেস্টুরেন্টকে তিন হাজার, রোদেলা বিকেল ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজকে দুই হাজার ৫০০ এবং আমাদের হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইনে সদর উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে ৪৩ ধারায় পালকি চাইনিজ রেস্টুরেন্ট, রোদেলা বিকেল ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ ও আমাদের হোটেলকে জরিমানা করে আদায় করা হয়। এছাড়াও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে ধারণা দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।