ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
কুষ্টিয়া-পাবনা মহাসড়ক অবরোধ মহাসড়ক অবরোধ করে চলছে বিক্ষোভ। ছবি-বাংলানিউজ

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর পাকশীতে মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কুষ্টিয়া-নাটোর মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনগণ।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের রূপপুর পাকার মোড়ে অবস্থান নিয়ে মহসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা। এতে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।


 
উল্লেখ্য, বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে তার বাড়ির সামনে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।