ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরে সড়ক দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
রায়পুরে সড়ক দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) শিল্পী রানী রায়ের গাড়ির ধাক্কায় আহত অজ্ঞাতপরিচয় এক পথচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সদর হাসপাতালের চিকিৎসক কমলাশীষ রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের মুক্তিগঞ্জ এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় তিনি আহত হন। ওই পথচারীর নাম পরিচয় জানা যায়নি।

জানতে চাইলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায় বাংলানিউজকে জানান, জেলা থেকে রায়পুরে ফেরার পথে মুক্তিগঞ্জ এলাকায় পৌঁছুলে অজ্ঞাত ওই ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌঁড় দিলে চলন্ত গাড়ির ধাক্কায় পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, পথচারী লোকটি মানসিক ভারসাম্যহীন ছিলো।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।