বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকায় আলীর বাসায় মাগরিবের নামাজের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এক মেয়ে, চার ছেলেসহ অজস্র গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন হারেজ সরদার।
কয়েকদিন আগে বরিশালের আগৈলঝাড়ার উত্তর শিহিপাশা গ্রাম থেকে বেড়াতে ঢাকায় ছেলেদের বাসায় এসেছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে ওষুধও সেবন করানো হয়। কিন্তু মাগরিবের নামাজের পর তিনি জায়নামাজ থেকে আর উঠতে পারেননি বলে জানান স্বজনরা।
তারা জানান, ঢাকা থেকে রাতেই অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে হারেজ সরদারের মরদেহ। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বাদ জুমা নামাজে জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে চিরশায়িত করা হবে।
হারেজ সরদারের মৃত্যুতে বাংলানিউজ পরিবারের পক্ষে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এডিটর জুয়েল মাজহার। একইসঙ্গে মরহুমের স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এইচএ/