ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত পিএসআইয়ের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৯
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত পিএসআইয়ের মৃত্যু সড়ক দুর্ঘটনা

ঢাকা: রাজধানীর বিজয় সরণিতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষানবিশ উপ পরিদর্শক (পিএসআই) এনামুল হকের (২৩) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল মারা যান। এর আগে মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে বিজয় সরণি দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন এনামুলসহ দুইজন।

কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, ৬ ফেব্রুয়ারি এনামুলের কর্মস্থলে যোগদানের কথা ছিল।

জানা গেছে, মঙ্গলবার গাজীপুরের বাড়ি থেকে মোটরসাইকেলে করে বিজয় সরণি এলাকায় আসলে তারা দুইজন সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। পরে এনামুলকে স্কয়ার এবং তার সঙ্গের যিনি আহত হন, তাকে শমরিতা হাসপাতালে নেওয়া হয়।

এনামুলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।