বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে ফারুক খান এসব কথা বলেন।
ফারুক খান বলেন, সাধারণ জনগণ গত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন প্রত্যক্ষ করেছেন।
বিএনপির সদস্যদের সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে ফারুক খান আরও বলেন, বিএনপি-জামায়াত ঐক্যজোট যারা গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চেষ্টা করেছিলো। তারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি চালিয়ে শঙ্কা তৈরির চেষ্টা করেছিলো। এর ফলে মানুষের মনে একটু সংশয় তৈরি হয়েছিলো। কিন্তু নির্বাচনে সব দল অংশ নিয়েছে, নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। বিএনপির নেতারা যাই বলুক আসলে বিএনপির নেতাকর্মী নির্বাচনে মাঠে নামেনি। বিএনপি কখন নির্বাচন থেকে সরে যায়, তাদের কর্মীরা মনে করেছিলো শেষ মুহূর্তে হয় তো বিএনপি নির্বাচনে থাকবে না এ শঙ্কা থেকে তারা ঝুঁকি নিয়ে মাঠে নামেনি। আমি আশা করবো বিএনপি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে যারা সংসদে নির্বাচিত হয়েছেন তারা সংসদে যোগ দেবেন গণতন্ত্রের স্বার্থে ও তাদের দলকে রক্ষার স্বার্থে।
দেশের বড় বড় সমস্যা নিয়ে প্রতি সপ্তাহে সংসদে আলোচনার প্রস্তাব করেন ফারুক খান বলেন, আমাদের দেশে অনেক বড় বড় সমস্যা আছে। যেমন বন্যা নিয়ন্ত্রণ, সড়ক সমস্যা। এ সমস্যাগুলো নিয়ে প্রতি সপ্তাহে এক থেকে দেড় ঘণ্টা সংসদে আলোচনা করা যেতে পারে। আলোচনা করে সমস্যাগুলো সমাধানের সরকারকে সাজেশন দিতে পারি। এর মাধ্যমে সংসদ সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এসকে/এমইউএম/এসএইচ