অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী কারিন কেনেসির সঙ্গে বুধবার (২০ ফেব্রুয়ারি) এক বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কারিন কেনেসি।
তিনি আরো বলেন, শিক্ষা, জ্বালানিসহ উন্নয়নখাতে সহযোগিতার জন্য অস্ট্রিয়ার কাছে সহায়তা চাওয়া হয়েছে। বৈঠকে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রশংসা করেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে কারিন কেনেসি ঢাকায় আসার পর বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-অস্ট্রিয়া বিজনেস ফোরামের সেমিনারে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কারিন কেনেসির বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।
অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় মহান শহীদ দিবসের অনুষ্ঠানেও যোগ দেবেন। আগামী ২২ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে বুধবার ভোরে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
টিআর/জেডএস