ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুড়িমারীতে ২৯ ভরি স্বর্ণসহ ভারতগামী এক ব্যক্তি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
বুড়িমারীতে ২৯ ভরি স্বর্ণসহ ভারতগামী এক ব্যক্তি আটক আটক সুনিল বিশ্বাস। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে পাচারের সময় ২৮ ভরি ১৫ আনা স্বর্ণসহ সুনিল বিশ্বাস (৫৮) নামে এক যাত্রীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে তাকে আটক করা হয়। সুনিল ঢাকার নবাবগঞ্জ আজুগারা এলাকার হরেন্দ্র বিশ্বাসের ছেলে।

 

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে জানান, বুড়িমারী স্থলবন্দর দিয়ে স্বর্ণের চালান ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে বিজিবিকে সঙ্গে নিয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পাসপোর্টধারী যাত্রী সুনিলের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ২৮ ভরি ১৫ আনা ওজনের স্বর্ণ জব্দ করা হয়। এর মধ্যে দু’টি স্বর্ণে বার ও বাকি সব স্বর্ণালংকার। পরে অবৈধভাবে স্বর্ণ পাচারের দায়ে সুনিলকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সুনিলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।