এই নিয়ে চতুর্থবারের মতো বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোণা সরকারি কলেজ শিক্ষার্থীদের আয়োজনে স্থান পেয়েছে ১১০টি দেয়ালিকা।
ছোট কাগজ ‘অনুধ্যান’ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। উদ্বোধনী পর্বে ছয় গুণীজনকে ‘অনুধ্যান সম্মাননা’ দেওয়া হয়।
এবারের সম্মাননায় ভূষিত হয়েছেন- শিক্ষাবিদ অঞ্জন ভদ্র, কবি রইস মনরম, কবি মনোয়ার সুলতান, কবি মাহবুব কবির, বাউল শিল্পী আব্দুস সালাম ও ভাস্কর অখিল পাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক ও গবেষক বিধান মিত্র। সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের অধ্যক্ষ কবি সরোজ মোস্তফা।
অনুষ্ঠানে অংশ নেন উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, ছড়াকার গাজী মোবারক হোসেন, সাংবাদিক কবি শিমুল মিলকীসহ কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসআরএস