ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোণায় ফাল্গুনের দেয়াল পত্রিকা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৯
নেত্রকোণায় ফাল্গুনের দেয়াল পত্রিকা উৎসব ফাল্গুনের দেয়াল পত্রিকা উৎসব। ছবি: বাংলানিউজ

নেত্রকোণা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে নেত্রকোণায় ফাল্গুনের কবিতা ও দেয়াল পত্রিকা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এই নিয়ে চতুর্থবারের মতো বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোণা সরকারি কলেজ শিক্ষার্থীদের আয়োজনে স্থান পেয়েছে ১১০টি দেয়ালিকা।

ছোট কাগজ ‘অনুধ্যান’ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ। উদ্বোধনী পর্বে ছয় গুণীজনকে ‘অনুধ্যান সম্মাননা’ দেওয়া হয়।  

এবারের সম্মাননায় ভূষিত হয়েছেন- শিক্ষাবিদ অঞ্জন ভদ্র, কবি রইস মনরম, কবি মনোয়ার সুলতান, কবি মাহবুব কবির, বাউল শিল্পী আব্দুস সালাম ও ভাস্কর অখিল পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক ও গবেষক বিধান মিত্র। সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের অধ্যক্ষ কবি সরোজ মোস্তফা।  

অনুষ্ঠানে অংশ নেন উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, ছড়াকার গাজী মোবারক হোসেন, সাংবাদিক কবি শিমুল মিলকীসহ কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।