শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে ‘রিয়াজ স্টোর’ নামে একটি কসমেটিকের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হলে পরে তা আশেপাশের আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত আলী জোরদার ও টিম লিডার আব্দুল হালিম বাংলানিউজকে বলেন, এ মার্কেটের তিন পাশে কোনো জানালা-দরজা নেই। তাদের তিনটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি বলেও জানান তারা।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
জিপি