বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করেন আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আব্দুর রব, বোর্ড অব গভর্নসের সদস্য ইঞ্জিনিয়ার ওয়াসিল হাসান চৌধুরী এবং উপ উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম।
পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গভর্নসের সদস্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার, কলেজ ও ডিপার্টমেন্টের চেয়ার, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী এবং আইইউবিএটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়া উত্তরার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ এ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে শহীদদের স্মরণে আইইউবিএটির অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। শেষে ড. নিলয় কুমার দে’র পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
টিএ