শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে এলাকায় তার মরদেহ আনা হলে শোকের ছায়া নেমে আসে। সাইফুল ইসলাম উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নতুনবস্তি পাটকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও তার চাচাতো ভাই রতন আলী প্রায় ১০ বছর ধরে ঢাকার কামরাঙ্গির চরের নুরুল হকের রিকশা ভাড়া নিয়ে চকবাজার এলাকায় ভাড়া খাটতেন। বুধবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতে সাইফুল ইসলাম চকবাজার এলাকায় রিকশা চালাতে গিয়ে ভয়াবহ আগুনে পুড়ে মারা যান।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে তার মরদেহ শনাক্ত করার পর পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
সাইফুল ইসলামের চাচাতো ভাই রতন আলী বাংলানিউজকে বলেন, আমরা প্রায় ১০ বছর ধরে চকবাজার এলাকায় রিকশা চালাই। বুধবার রাতে সাইফুল ইসলাম নিখোঁজ হলে বৃহস্পতিবার শাহি মসজিদের সামনে একটি ধ্বংসস্তূপে রিকশা দেখে তার নিহতের বিষয়টি নিশ্চিত হই। পরে রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে মরদেহের গলায় চান্দির মালা দেখে তাকে শনাক্ত করি।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো বাংলানিউজকে বলেন, বিষয়টি তিনি গণমাধ্যম কর্মীদের কাছে জেনেছেন। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
আরএ