শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রুহুল আমিন বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের হেউলিবুনিয়া গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার ছেলে।
উপ-পরিদর্শক সোহেল সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার টাকার ১৮টি জাল নোটসহ রুহুল আমিনকে হাতেনাতে আটক করা হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, আটক রুহুল আমিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
আরএ