ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিশু একাডেমির সামনে গাছ পড়ে নারীর মৃত্যু, আহত ৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৩, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
শিশু একাডেমির সামনে গাছ পড়ে নারীর মৃত্যু, আহত ৭ রাস্তার উপর নারকেল গাছ পড়ে আছে। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর শাহবাগ শিশু একাডেমি সংলগ্ন রাস্তায় নারকেল গাছের নিচে পড়ে মিতু ঘোষ (২২) নামে এক রিকশার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা হবু স্বামী ধনঞ্জয়সহ সাতজন আহত হয়েছেন।

আহতরা হলেন-পথচারী মহাসিন (২১), সিএনজি আরোহী খোরশেদ আলম (৫৫), তার স্ত্রী সেলিনা আলম (৩৭) ও দুই মেয়ে সেহরীন আলম (২০), সাজরিন আলম (৮)। এছাড়া অজ্ঞাতপরিচয় এক নারী আহত হয়েছেন।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাতে সোয়া ৯টার দিকে দোয়েল চত্বর থেকে হাইকোর্টের দিকে যেতে শিশু একাডেমি সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে।

ধনঞ্জয় বাংলানিউজকে জানান, তারা বইমেলা থেকে মগবাজার রেলগেট এলাকায় বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য নিহত নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে মর্গে রয়েছে। আহতরা চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।