শুক্রবার (২২ ফেব্রুয়ারি) এক টেলিভিশন ভাষণে ওমর আল বশির বলেন, আমি আগামী এক বছরের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করছি।
এছাড়াও সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা থেকে বিরত থাকতে সংসদকেও নির্দেশ দিয়েছেন তিনি।
এদিকে আরও এক মেয়াদে ওমর আল বশিরকে প্রেসিডেন্ট হিসেবে রাখতে সংবিধানে পরিবর্তন আনতে যাচ্ছিলো দেশটির সংসদ।
সাম্প্রতিক সময়ে, সুদানের জনগণের জন্য রুটি এবং জ্বালানির ওপর থেকে সরকারি ভর্তুকি কমানোর সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। গত বছর ডিসেম্বর থেকে এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেশটির সাধারণ জনগণ। একপর্যায়ে ওমর আল বশিরের ৩০ বছরের শাসনের বিরুদ্ধে মোড় নেয় ওই আন্দোলন।
তবে এই আন্দোলনকে ‘দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র’ বলে দাবি করেন প্রেসিডেন্ট ওমর আল বশির।
বাংলাদেশ সময়: ০৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসএইচএস/জেআইএম