শনিবার (২৩) সকাল সাড়ে সাতটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে রাত তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, রাত ৩ টা থেকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে বন্ধ ফেরি চলাচল রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে সাতটা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এছাড়া মাঝ পদ্মায় আটকে পড়া তিনটি ফেরি নিজ গন্তব্যে পৌঁছেছে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় শিবচরের কাঁঠালবাড়ী ফেরি ঘাটে যানজটের সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের টার্মিনাল সুপারভাইজার জাহিদ হাসান বাংলানিউজ জানান, রাতে হঠাৎ কুয়াশা পরায় ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল সাড়ে সাত থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
আরআইএস/