ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গোদাগাড়ীতে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৯, মার্চ ২২, ২০১৯
গোদাগাড়ীতে ট্রলি চাপায় শিশুর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে ইঞ্জিন চালিত ট্রলি চাপায় আসাদুজ্জামান নূর নামে আড়াই বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বিকেলে ওই উপজেলার কাঁকনহাট পৌরসভার ডাকনির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিশু গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের ফারুক হোসেনের ছেলে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, শিশু আসাদুজ্জামান নূর তার মায়ের সঙ্গে ফুফাতো ভায়ের সুন্নতে খাৎনার অনুষ্ঠানে ওই গ্রামে গিয়েছিল। দুপুরে সে ছোট-ছোট শিশুদের সঙ্গে বাইরে খেলছিলো। এক পর্যায়ে রাস্তা পার হতে গিয়ে ইঞ্জিন চালিত ট্রলির নিচে আসাদুজ্জামান চাপা পড়ে। এতে সে ঘটনাস্থালেই মারা যায়।

এ ব্যাপারে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।