ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অনুমোদনহীন ব্যবসা করায় আটক ১৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
বগুড়ায় অনুমোদনহীন ব্যবসা করায় আটক ১৬

বগুড়া: বগুড়ায় অনুমোদনহীন ভিডিও কেনা-বেচার দায়ে ১৬ জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় র‌্যাব-১২ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞোপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১২ ক্যাম্পের একটি অভিযানিক দল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথার সপ্তপদী মার্কেটে অভিযান চালিয়ে চালিয়ে তাদের আটক করে।

এসময় তাদের কাছ থেকে ৪৪টি হার্ডডিস্ক, ১৬টি মোবাইল এবং ৩০টি সিম উদ্ধার করা হয়।

আটক ১৬ হলেন- শাজাহানপুর উপজেলার শাবরুল এলাকার মো. আজিজুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম (২০), গাবতলী উপজেলার চকবোচাই এলাকার মো. কামাল হোসেনের ছেলে মো. মোস্তাফিজার রহমান (২৫), সদর উপজেলার সাবগ্রাম এলাকার মো. অব্দুল রাজ্জাকের ছেলে মো. আব্দুল ওয়াহাব (২১), চাঁদনহরিপুর উত্তরপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে মো. রাসেল হোসেন (২২), গাবতলী উপজেলার বুরুজ বালুয়াহাটা এলাকার মো. মামুনুর রশিদের ছেলে মো. সাদেকুর রহমান (২০),  সদর উপজেলার চাঁদনহরিপুর উত্তরপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে মো. রাকিব হোসেন (২০), মো. আব্দুর সাত্তারের ছেলে মো. সামিউল ইসলাম (১৯), নন্দীগ্রাম উপজেলার মৃত মোকাব্বের আলীর ছেলে মো. মোসাদ্দিকুর রহমান মানিক (২৬)।

এছাড়াও রয়েছেন কাহালু উপজেলার মো. শাজাহান আলীর ছেলে মো. রিপন প্রামাণিক (২০), সদর উপজেলার নামুজার বগারপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে মো. এনামুল হক (২৩),  খান্দার এলাকার মো. কাজল মিয়ার ছেলে রাশেদ হোসেন (২০), শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকার মো. হাফিজার রহমানের ছেলে মো. নুর আলম (২১), সদর উপজেলার টেংড়া এলাকার মো. আবু জাফরের ছেলে মো. সোহাগ ইসলাম (১৯), নওগাঁ জেলার পত্তীতলা এলাকার মো. আব্দুস সামাদের ছেলে মো. বাপ্পী হোসেন (২১), গাবতলী উপজেলার টিউরপাড়া এলাকার মো. ফারুক আহম্মেদের ছেলে মো. জিহাদ হোসেন (২০), কদমতলী এলাকার মো. মামুনুর রশিদের ছেলে মো. মেহেদী হাসান (২৮)।

র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রওশন আলী (সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ওই মার্কেটের ভ্রাম্যমাণ দোকানগুলোতে অনুমোদনহীন ব্যবসা চলতো। আটকদের বিরুদ্ধে সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
কেইউএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।