ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার ছবি: আইএসপিআর

ঢাকা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তরমোর এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরী দল। 

রোববার (২২ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ ডিসেম্বর পাবনা থেকে পাথর বোঝাই একটি ট্রলার রাজবাড়ীর সদর উপজেলার গোড়ার বাজার এলাকায় আসছিল।

অন্তর মোড় এলাকায় আসার পর প্রবল স্রোত ও অতিরিক্ত পণ্য বোঝাইয়ের কারণে ট্রলারটি ১০ জন ব্যক্তিসহ ডুবে যায়। এসময় ৬ জন ব্যক্তি সাতরে তীরে উঠতে পরলেও ৪ জন নিখোঁজ থাকে।  

পরবর্তীতে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে খুলনা নৌঘাঁটি তিতুমীর হতে ৮ সদস্যের নৌবাহিনীর একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে পদ্মা নদীতে উদ্ধার তৎপরতা চালায়। রোববার দুপুরে পদ্মা নদী থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করে নৌবাহিনী ডুবুরী দল।  

উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন- আবুল শেখের ছেলে আব্দুল শেখ (৩৫) এবং শাহজাহান শেখ এর ছেলে নূর জামাল শেখ (৩০)। তাদের দুই জনের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। উদ্ধারকৃত মৃতদেহ দুটি স্থানীয় গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।