নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা নিজের টাকায় নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচটি পরিবারকে বসতঘর তৈরি করে দিয়েছেন। সোমবার (৪ জানুয়ারি) দুপুরে ঘরগুলো পাঁচটি পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।
ওই ঘর তৈরির কাজ তত্ত্বাবধান করেছেন লোহাগড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল ফকির ইমরান।
তিনি জানান, উপজেলার পারমল্লিকপুর গ্রামের আজিজুর মোল্লা, বিনা বেগম, তুরকান শেখ, মোতালেব ও আমিনকে ঘর দেওয়া হয়েছে। তারা ভ্যান চালিয়ে এবং দিনমজুরি দিয়ে জীবিকা নির্বাহ করেন। দেড় মাস আগে এ পাঁচজনের বসতঘর আগুনে পুড়ে যায়। সংসদ সদস্য মাশরাফি তখন সরেজমিন পরিদর্শন করেন। এরপর নিজের টাকায় তাদের বসতঘর তৈরির সিদ্ধান্ত নেন। তাদের পাঁচটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে ঘরগুলো হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার ও সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুন্সী জোসেফ হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, লোহাগড়া পৌর যুবলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা আশরাফুল, মারুফ হুসাইন, আব্দুল্লাহ আল মামুন, মেহেদী হাসান ও হৃদয় শেখসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
এসআই