হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের চাপায় ফরিদ মিয়া (২৮) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়দের আন্দোলনে সড়কে প্রায় ১৫ মিনিট ধরে যান চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের জাকিজাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জাকিজাঙ্গাল গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফরিদ মোটরসাইকেল চালিয়ে শায়েস্তাগঞ্জ থেকে দেউন্দির দিকে যাচ্ছিলেন। পথে জাকিজাঙ্গাল এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ফরিদ গুরুতর আহত হন। এ অবস্থায় ফরিদকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গাছ ফেলে রেখে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম ও পুলিশ সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। আন্দোলনের জন্য প্রায় ১৫ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বাংলানিউজকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসআই