ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদকের সঙ্গে আপস নয়, পুলিশ সুপারের দরজা খোলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
মাদকের সঙ্গে আপস নয়, পুলিশ সুপারের দরজা খোলা মতবিনিময় সভা

রাঙামাটি: রাঙামাটিতে সদ্য বদলি হয়ে আসা পুলিশ সুপার (এসপি) মীর মোদ্দাছ্ছের হোসেন বলেছেন, মাদকের সঙ্গে কোনো আপস নয়, পুলিশ সুপারের দরজা থাকবে খোলা।  

মঙ্গলবার (০৫ জানুয়ারি) দুপুরে পলওয়েল পার্কে অনুষ্ঠিত রাঙামাটিতে কর্মরত সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসপি মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখা হবে। তবে পার্বত্যঞ্চলের কিছু মানুষের বাড়িতে যেসব চোলাই মদ তৈরি করা হয়, তার ব্যাপারে পুলিশ অবগত আছে। তবে সেই মদ যদি বাণিজ্যিক আকারে বিক্রি করা হয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

এসপি বলেন, রাঙামাটিতে আগত ট্যুরিস্টদের বিনোদন দিতে অনেক আকৃষ্ট স্থান রয়েছে। কিন্তু এর বদলে মাদক দিয়ে কেউ ট্যুরিস্টদের আকৃষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ মাদক যেমন কারও জন্য মঙ্গল নয়, তেমনি রাঙামাটির প্রতি ট্যুরিস্টদের কোনো নেতিবাচক ধারণা না জন্মায়, সেই ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

দুর্গমতার কারণে রাঙামাটিতে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন উল্লেখ করে তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা সহজ করতে হবে। এজন্য টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে হবে। আপনারাও সেই ব্যাপারে কাজ করবেন।

এসপি মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, যোগদানের পর চেয়ারে বসা হয়নি। এসে বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে ছুটে গেছি। এখানে ১৪ হাজার মানুষের বসবাস। থানার জন্য জায়গা বরাদ্দ থাকলেও কোনো থানা নেই। তাই জায়গা শনাক্ত করেছি। দ্রুত সময়ের মধ্যে থানা তৈরির কাজে চেষ্টা চলবে। এছাড়া সাজেকে গিয়েছি। এলাকাটিও দুর্গম। দুর্গম এলাকার ফাঁড়িগুলো পরিদর্শন করেছি। যোগাযোগ ব্যবস্থা উন্নতি হলে, জনগণও উপকৃত হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দীন চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।