ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনাকালে কাজ হারিয়েছে অনেক অভিবাসী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
করোনাকালে কাজ হারিয়েছে অনেক অভিবাসী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাকালে অনেক অভিবাসী কাজ হারিয়েছে। অনেকে সমস্যায় পড়েছে।

তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।  

মঙ্গলবার (৫ জানুয়ারি) গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (জিএফএমডি) আয়োজিত ভার্চ্যুয়াল ফোরামে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৩তম জিএফএমডির সামিট সামনে রেখে প্রস্তুতিমূলক ভার্চ্যুয়াল বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. মোমেন। বৈঠকে তিনি বলেন, করোনাকালে অনেকেই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, অভিবাসীদের সামাজিক ও আইনগত সুরক্ষা দিতে হবে।  

বৈঠকে রোহিঙ্গা সংকট তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় দিয়েছে। এছাড়া জলবায়ু ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সে কারণে বাংলাদেশ এসব সমস্যা এককভাবে সমাধান করতে পারবে না। চলতি  বছর এসব সমস্যাকে প্রাধান্য দেওয়ার জন্য তিনি জিএফএমডির প্রতি আহ্বান জানান।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।