নওগাঁ: নওগাঁর সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধে জের ধরে সংঘর্ষে রবিউল আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তিলনী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল মারা যান।
পুলিশ জানায়, পাতাড়ী ইউনিয়নের তিলনী মৌজায় কিছু সম্পত্তি নিয়ে উপজেলার দক্ষিণ পাতাড়ী গ্রামের এসলাম আলীর সঙ্গে তিলনী গ্রামের আব্দুল হকের বিরোধ চলছিল। সকালে পাতাড়ী গ্রাম থেকে এসলাম আলী ও আমজাদ আলীর নের্তৃত্বে একদল আব্দুল হকের ভোগদখলীয় সম্পত্তি দখল করতে এলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় সংঘর্ষে এসলাম আলী ও আমজাদ আলীর লোকজনের লাঠির আঘাতে আব্দুল হক ও তার তিন ছেলে রবিউল আলম, হাবিবুর রহমান ও রায়হান কবির গুরুতর আহত হন। এরপর গ্রামের লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রবিউল আলম ও রায়হান কবিরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তাদের ভর্তি করানো হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রবিউল মারা যান।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বাংলানিউজকে বলেন, এ বিষয়ে থানায় হত্যা মামলার প্রস্ততি চলছে।
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এনটি