সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে জোড়া খুনের মামলার অন্যতম এজাহার নামীয় আসামি মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) রাতে উপজেলার রান্ধুনীবাড়ী চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, আলোচিত নৌ ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদার হত্যা মামলার আসামিদের গ্রেফতারে রান্ধুনী বাড়ী চর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় অন্য আসামিরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও গুলির খোসাসহ মনিরুল ইসলাম ওরফে ধলা মনিরকে গ্রেফতার হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতার মনিরুল ইসলাম জোড়া খুনের মামলার ৩ নম্বর আসামি। এছাড়াও তার বিরুদ্ধে দুইটি অস্ত্র ও দুইটি ডাকাতি মামলা রয়েছে।
প্রসঙ্গত, ৮ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার রান্ধুনি বাড়ি চর এলাকায় নৌ-ডাকাত সিরাজ শিকদার ও তার ছেলে সাঈদ শিকদারকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত সিরাজ শিকদারের ছোট ছেলে জহুরুল শিকদার বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করে বেলকুচি থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
এনটি