ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় চুল কেটে গৃহবধূকে নির্যাতন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
নওগাঁয় চুল কেটে গৃহবধূকে নির্যাতন

নওগাঁ: যৌতুকের দাবি মেটাতে না পারায় নওগাঁর নিয়ামতপুরে এক গৃহবধূকে আটক রেখে চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূকে বিকেলে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় মামলা হলে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের আব্দুর রাজ্জাক যৌতুকে দাবিতে প্রায়ই স্ত্রীর ওপর নির্যাতন করতেন। দাবি করা এক লাখ টাকা না পেয়ে মঙ্গলবার স্ত্রীর মাথার চুল কেটে ও শারীরিক নির্যাতন চালান রাজ্জাক। এরপর থেকে ঘরে আটকে রাখা হয় ওই গৃহবধূকে। ঘটনাটি জানতে পেয়ে তার স্বজনরা থানায় খবর দিলে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একইসঙ্গে গৃহবধূর স্বামী রাজ্জাক ও শ্বাশুড়ি রহিমাকে গ্রেফতার করে।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা হয়েছে। নির্যাতনের শিকার গৃহবধূ নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।