ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূমিখাতের সমস্যা কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
ভূমিখাতের সমস্যা কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ

ঢাকা: জনমানুষের ভোগান্তি কমানোসহ ভূমি খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান।  

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রণালয়ের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং রূপান্তরণ শীর্ষক এক সচিত্র উপস্থাপনা পর্যবেক্ষণের পর উপস্থিত কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন

ভূমি সচিব বলেন, জনদুর্ভোগ কমাতে সম্মিলিতভাবে আমাদের কাজ করে যেতে হবে।

বিভিন্ন দলে ভাগ করে ভূমিখাতে জনসম্পদ ব্যবস্থাপনার আধুনিকায়ন, সম্পদ ক্রয়-বিক্রয়ে মানুষের ভোগান্তি কমানোর জন্য কাজ করতে হবে।

তিনি বলেন, ভূমি অফিসকে মানুষের আস্থার জায়গায় পরিণত করা ভূমি মন্ত্রণালয়ের অন্যতম উদ্দেশ্য। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আমরা সেই পথেই এগোচ্ছি।  

এসময় ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা ডিজিটাইজেশন মনিটরিং সেলের প্রধান দৌলতুজ্জামান খাঁন জানান, চলমান ডিজিটাল ভূমি সেবার মধ্যে অন্যতম হচ্ছে, ই-নামজারি ব্যবস্থা, ভূমি সেবা হটলাইন (১৬১২২) ও অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা, মোবাইল অ্যাপ, উত্তরাধিকার ক্যালকুলেটর, ভূমি মন্ত্রণালয়ের ই-বুক, ডিজিটাল রেকর্ড রুম, অনলাইন জরিপ ব্যবস্থাপনা ইত্যাদি।  

এছাড়া সরকারি ভূমি ব্যবস্থাপনা, কেস ম্যানেজমেন্টসহ আরও বেশ কিছু ডিজিটাল সেবা পাইলটিংয়ের জন্য এখন প্রস্তুত বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।