ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের সুপারিশ

ঢাকা: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী, শিল্প ও বাণিজ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো যথাসময়ে বাস্তবায়নের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (০৬ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয় বৈঠকে কমিটির সদস্য মো. মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম, গোলাম মোহাম্মদ সিরাজ এবং অ্যারমা দত্ত বৈঠকে অংশ নেন।

বৈঠকে একাদশ জাতীয় সংসদের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির ১১তম বৈঠকের সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন থেকে ২৩তম অধিবেশন পর্যন্ত এবং একাদশ জাতীয় সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির বিবরণ ও প্রতিশ্রুতি বাস্তবায়নের সর্বশেষ হালনাগাদ অবস্থা; শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন প্রকল্পের বিবরণ উপস্থাপন ও সে সম্পর্কে আলোচনা এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) উল্লেখিত মন্ত্রণালয়ের উপস্থাপিত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে মতামতসহ বিশদ আলোচনা করা হয়।

বৈঠকে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী, শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের লক্ষ্যে যথাসময়ের মধ্যে প্রকল্পসমূহের কাজ সমাপ্ত করার জন্য সুপারিশ করে কমিটি।

সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নকল্পে দারিদ্র্য দূরীকরণে সব পর্যায়ে দক্ষতা ও উন্নয়নের মাধ্যমে শিল্প কারখানা পরিচালনার জন্য সুপারিশ করা হয়।

মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে শিল্প নীতি প্রণয়ন ও সকল প্রকল্প বাস্তবায়নের প্রতি সমন্বিত প্রয়াস কামনা করা হয় এবং পরবর্তী  বৈঠকে বিভিন্ন শিল্প কারখানা ও প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে ধরার জন্য কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন, আইএমইডি’র অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানসহ, শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।