কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে শাকিল মিয়া (২৫) নামে এক যুবক গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
শাকিল উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের তবকপুর গ্রামের বক্তার আলীর ছেলে।
সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে বুধবার (৬ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) দিনগত রাতে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাকিলের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর পারিবারিক কলহ লেগে ছিলো। এছাড়া প্রথম স্ত্রী ছেড়ে যাওয়া দ্বিতীয় বিয়ে করেন শাকিল। দ্বিতীয় বিয়ের ৬ মাস পর সে স্ত্রীও চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পরেন তিনি। এরই এক পর্যায়ে মঙ্গলবার দিনগত রাতে পরিবারের সবার অগোচরে নিজ শয়নকক্ষে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ হোসেন বাংলানিউজকে জানান, নিহত শাকিলের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর সে দ্বিতীয় বিয়ে করে। ছয় মাসের মধ্যে দ্বিতীয় স্ত্রীও চলে গেলে মানসিক চাপের কারণ শাকিল আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এফইএস/ওএইচ/