ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গরুর ধাক্কায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
গরুর ধাক্কায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত

মৌলভীবাজার: মৌলভীবাজারে গরুর ধাক্কায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর এলাকার ৪নম্বর ব্রিজ ও জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সদর উপজেলার পুলিশ লাইন্সে কাজ শেষে কুলাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম ও কনস্টেবল শাহজাহান মোটরসাইকেলে করে মৌলভীবাজার শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় জগন্নাথপুর এলাকায় পৌঁছালে একটি গরু রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই পুলিশ সদস্য পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাদের মধ্যে এএসআই নজরুলের মাথা ফেটে যায় আর কনস্টেবল শাহজাহান মাথা এবং হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মোহাম্মদ বদিউজ্জামান বলেন, দুর্ঘটনার শিকার দুই পুলিশ সদস্যকে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশের নিজস্ব অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা আছে, তবে তাদের অবস্থা গুরুতর নয় বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
বিবিবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।