ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় মাদক সেবন করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
তেঁতুলিয়ায় মাদক সেবন করায় যুবকের কারাদণ্ড প্রতীকী ছবি

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদক (গাঁজা) সেবনের দায়ে কামাল হোসেন (২৫) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার আজিজনগর বাজারের পাশে মাদক সেবনকালে আটক করে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, সন্ধ্যায় কামাল নামে ওই যুবক আজিজনগর এলাকায় মাদক সেবন করাকালে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে প্রশাসনে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দণ্ডাদেশ দেন।

কামাল হোসেন তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের জরিপ আলীর ছেলে।

বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।