ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
বৃদ্ধকে বাঁচাতে গিয়ে পিকআপ ভ্যান খাদে, নিহত ২ দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে মাছবাহী একটি পিকআপ ভ্যান খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ ভ্যানে থাকা আরও দুইজন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলার ৮নং হাবড়া ইউনিয়নের শেরপুর দোতলা মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই উপজেলার পশ্চিম শেরপুর তেলিপাড়ার মৃত আব্দুস সোবহানের ছেলে শাহাজান আলী (৭২) এবং নীলফামারীর কাঞ্চনপাড়া এলাকার মৃত বাসুমিয়ার ছেলে আশরাফ আলী (৩৮)।

আহতরা হলেন- নিহত আশরাফ আলীর বড় ভাই জিয়ারুল ইসলাম (৪৫) এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নতুন বাজার এলাকার ফজল হকের ছেলে মনির (৪০)।

ঘটনার তদন্তকারী পুলিশের এসআই আবুল বাশার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, পার্বতীপুর থেকে মাছবাহী পিকআপ ভ্যানটি ফুলবাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে পার্বতীপুরের শেরপুর এলাকায় আসলে শাহাজাহান আলী নামে এক বৃদ্ধ পথচারীকে বাঁচাতে গিয়ে সেটি খাদে পড়ে যায়। এতে ওই বৃদ্ধসহ পিকআপ ভ্যানে থাকা আশরাফ আলী মারা যান। আর আহত হন দু’জন। ওই দু'জনকে স্থানীয়রা উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি আরও বলেন, নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।