ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এসআইবিএল কর্মকর্তার নামে অর্থ আত্মসাৎ মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসআইবিএল কর্মকর্তার নামে অর্থ আত্মসাৎ মামলা

ঢাকা: প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে ৫ জন গ্রাহকের সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) ফেনী শাখার বরখাস্তকৃত অফিসার (ক্যাশ) হাসান মোহাম্মদ রাশেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, আসামি হাসান মোহাম্মদ রাশেদ, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ফেনী শাখায় চাকরির সময় প্রতারণা ও জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ৫ গ্রাহকের মোট ১৮ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাৎ করত স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করায় দণ্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ কারণে দুদকের সহকারী পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে মঙ্গলবার সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালীতে নিয়মিত একটি মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।