বরগুনা: বরগুনার তালতলীতে দুটি ট্রাকসহ ২০ মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ। এসময় ভ্রাম্যমাণ আদালতে ওই দুই ট্রাকের চালককে চার হাজার করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ইসলামী হাসপাতালের সামনে থেকে জাটকা বোঝাই ট্রাক দুটি জব্দ করা হয়।
জানা যায়, রাত ১১টার দিকে ফকির হাট থেকে বরিশালগামী দুটি ট্রাক জাটকা নিয়ে আমতলী-তালতলী মহাসড়ক দিয়ে যাচ্ছিল। খবর পেয়ে মৎস্য বিভাগের লোকজন ট্রাক দুটি জব্দ করে তাতে ২০ মণ জাটকা ইলিশ পান। পরে ট্রাকচালক শহিদুল ইসলাম ও বেলালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন তাদের মোট আট হাজার টাকা জরিমানা করে ট্রাকসহ তাদের ছেড়ে দেন। পরে ওই জাটকা উপজেলা চত্বরে নিয়ে দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
এসআই