ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিল্পকলায় কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ-কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
শিল্পকলায় কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ-কর্মবিরতি

ঢাকা: প্রবিধানমালা সংশোধন, বঞ্চিতদের পদোন্নতি ও শূণ্য পদে নিয়োগ দেওয়াসহ নানা দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে প্রশাসনিক ভবন থেকে শুরু করে সমগ্র শিল্পকলা একাডেমি প্রদক্ষিণ করে জাতীয় নাট্যশালার প্রবেশদ্বারে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন তারা।

এ সময় তারা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে প্রবিধানমালার কোনো সংশোধন করা হয়নি। যার কারণে শিল্পকলা একাডেমিতে কোন ধরনের পদোন্নতি হয় না। অনেকে একই পদে বছরের পর বছর যাবত চাকরি করছেন, আর সেই একই পদে থেকে অবসরে যাচ্ছেন। এতে সংশ্লিষ্ট ব্যক্তি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্য প্রতিষ্ঠানে সাত বছর পর পদোন্নতি হলেও এখানে সেটা সম্ভব না। এছাড়া অনেকগুলো পদ আছে যেগুলোর পদোন্নতির কোনো সুযোগই নেই। সরকারি ঘোষণা থাকা সত্ত্বেও প্রবিধানমালা সংশোধন করে কেন এগুলো বাস্তবায়ন করা হচ্ছে না, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।

সমাবেশ থেকে ক্ষুব্ধ কর্মকর্তারা বুধবার (৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এইচএমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।