ফরিদপুর: প্রচণ্ড শীতে যখন যুবুথুবু মানুষ, ঠিক তখন ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষের পাশে দাঁড়ালেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর পারভেজ চোকদার।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার রথখোলা, শোভারামপুর, শিবরামপুর ও গঙ্গাবর্দীসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তৃতীয় লিঙ্গের মানুষের হতে কম্বল তুলে দেন তিনি।
ইউটিউব ও ফেসবুক থেকে আয়ের একটি অংশ সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে নিয়মিত ব্যয় করার প্রত্যয় ব্যাক্ত করে পারভেজ বলেন, তৃতীয় লিঙ্গের মানুষরা পরিবার থাকতেও বঞ্চিত, অনেকেই তাদের কষ্টে খবরও রাখেন না।
যে যার অবস্থান থেকে সুবিধা বঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ালে অন্তত কিছু মানুষ ভালো থাকতে পারবে। তাতে সমাজের সামগ্রিক উন্নয়ন হবে বলে জানান তিনি।
এর আগে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের দেবিগঞ্জে ভাইরাল হওয়া ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত নারীর পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন তিনি।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২১
জেডএ