ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাগল বিক্রি নিয়ে অভিমান, গলায় দড়ি দিলেন যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
ছাগল বিক্রি নিয়ে অভিমান, গলায় দড়ি দিলেন যুবক

মেহেরপুর: ছাগল বিক্রি নিয়ে বাবার ওপর অভিমান করে ত্রিমন মণ্ডল (২৩) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে মুজিবনগর থানা পুলিশ বাড়ির পাশের একটি আমবাগান থেকে ত্রিমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

ত্রিমন মণ্ডল মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের রাজু কুমারের ছেলে।

শুক্রবার (০৭ জানুয়ারি) রাতের কোনো এক সময় ত্রিমন আম বাগানে গলাই দড়ি দিয়েছে বলে জানিয়েছেন তার বাবা রাজু মণ্ডল।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বাংলানিউজকে জানান, বাবার সঙ্গে ত্রিমনের ছাগল বিক্রি করা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে রাতের কোনো এক সময় ত্রিমন আত্মহত্যা করেন বলে জানিয়েছে তার পারিবারের লোকজন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।