ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উখিয়ায় হাজার মানুষকে চিকিৎসা সহায়তা দিলো সেনাবাহিনী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
উখিয়ায় হাজার মানুষকে চিকিৎসা সহায়তা দিলো সেনাবাহিনী 

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (৯ জানুয়ারি) সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসা ক্যাম্পে রামু সেনানিবাসের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় ১ হাজার জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহসহ চক্ষুরোগে আক্রান্ত রোগীদের মাঝে চশমা বিতরণ করে। এর পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীও বিতরণ করা হয়।

মেডিক্যাল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মো. ফখরুল আহসান। এ সময় সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবার শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
এসবি/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।