ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ হচ্ছে না

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ হচ্ছে না

ঢাকা: শিক্ষাপ্রতিষ্ঠান এখনই বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সংক্রমণ বেড়ে গেলে পরিস্থিতি তৈরি হলে তখন জরুরি ভিত্তিতে বন্ধ করা হবে।

করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (৯ জানুয়ারি) রাতে অনলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, পরামর্শক কমিটি পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। যখন পরিস্থিতি তৈরি হবে বা পরিস্থিতির অবনতি হবে তখন জরুরি ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরামর্শ দেবে কমিটি।  

তবে সভার বিষয়ে সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে শিক্ষামন্ত্রী বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।  

এর আগে শিক্ষামন্ত্রী বলেন, রোববার পরামর্শক কমিটির সঙ্গে মিটিং আছে। তাদের সঙ্গে কথা বলে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের ধারণা মার্চে সংক্রমণ বাড়ে। কিন্তু যে পরিমাণে বাড়তে শুরু করেছে তাতে পরিকল্পনায় কিছুটা অ্যাডজাস্টমেন্টের দরকার হবে।

হঠাৎ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সভা-সমাবেশসহ বিভিন্ন জনসমাগমে বিধিনিষেধের পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

পরামর্শক কমিটি শুক্রবার (৭ জানুয়ারি) শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে বলেছে, শিক্ষার্থীসহ সবাইকে দ্রুত ভ্যাকসিনের নিয়ে আসতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চাই না। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন টিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসে। সেই ব্যবস্থা করা হয়েছে। তার সঙ্গে হয়তো একটু অসুবিধা হতে পারে যারা ১২ বছরের কম বয়সী, তাদের নিয়ে একটু সমস্যা হতে পারে। আমরা সেই বিষয় নিয়েও কাজ করছি।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।