ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ জেএসএস নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ জেএসএস নেতা আটক

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ রণজিৎ কুমার তঞ্চঙ্গ্যা (৬১) নামে এক জেএসএস নেতাকে আটক করেছে যৌথবাহিনী।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী।

ওসি বলেন, বুধবার দিনগত রাতে যৌথবাহিনীর একটি দল কাপ্তাইয়ের লম্বাছড়া এলাকায় অভিযান চালিয়ে রণজিৎ নামে এক ব্যক্তিকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশি পিস্তল, চার রাউন্ড অ্যামুনিশন, একটি ব্যাগ, একটি ছুরি, একটি জাতীয় পরিচয়পত্র, তিনটি মোবাইল ফোন, মোবাইল ফোনের চার্জার এবং একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে থানায় হস্তান্তর করা হয়।

রণজিৎ তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রপের সশস্ত্র গ্রুপের লিডার এবং সক্রিয় চাঁদাবাজ। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মামলা করা হচ্ছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।