বরগুনা: বরগুনার সার্কিট হাউস ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেখানে নির্ধারিত সময়ে দেশের উন্নয়ন, আওয়ামী লীগ ও নির্বাচন দিয়ে নিজের বক্তব্য শেষ করেন।
স্থানীয় ওই সাংবাদিক সরকারের নীতি নির্ধারকের অন্যতম ব্যক্তির সঙ্গে কী কথা বলেছেন, সেটি জানতে আগ্রহী হয়ে ওঠেন অন্যান্য সাংবাদিকরা। পরে জানা যায়, মন্ত্রীর কাছে পায়রা-বিষখালী সেতুর দাবি করেছেন তিনি।
বরগুনার স্থানীয় ওই সাংবাদিকের নাম রুদ্র রুহান। সম্মেলনের পর তার সঙ্গে কথা বলেন অন্যান্য সাংবাদিকরা। রুহান বলেন, পেশার বাইরে আমি এ জেলার বাসিন্দা। বর্তমান সরকার দেশব্যাপী বেশ কিছু সড়ক মহাসড়ক ও সেতু নির্মাণ করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের বিভিন্ন স্থানে নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেন। কিন্তু বরগুনাবাসীর প্রাণের দাবি বিষখালী ও পায়রা নদীতে দুটি সেতু। বারবার আশ্বাসের ও সমীক্ষা জরিপ শেষ হলেও সেতু নির্মাণ হয়নি।
তিনি বলেন, সম্মেলনে মন্ত্রীকে কাছে পেয়ে আমি তার সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেই। পরে সেতুগুলোর ব্যাপারে আমি তার দৃষ্টি আকর্ষণ করি।
কথা শুনে ওবায়দুল কাদের কি বলেছেন জানতে চাওয়া হয় রুদ্রের কাছে। তিনি বলেন, মন্ত্রী আমাকের আশ্বস্ত করেছেন পরবর্তী মেয়াদে ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বিষখালী ও পায়রা নদীতে সেতু দুটি নির্মাণ করা হবে।
বুধবার সার্কিট হাউস ময়দানে ত্রি-বার্ষিক সম্মেলনের পর অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে বরগুনা জেলা আওয়ামী লীগের কমিটির সভাপতি ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক করা হয়েছে জাহাঙ্গীর কবীরকে। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন গোলাম সরওয়ার টুকু। আপাতত আংশিক কমিটি ঘোষণা করা হলো। পরবর্তীতে এ তিন সদস্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
এমজে