ঢাকা: পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং স্কটিশ পরিবেশ ও ভূমি সংস্কার মন্ত্রী মাইরি ম্যাকঅ্যালান এক বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছেন।
শার্ম এল শেখে কপ-২৭ এর সাইডলাইনে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তারা সম্মত হন।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশের অ্যানার্জি খাত বিস্তৃত করতে হাইড্রোজেন ও অফশোর বায়ু শক্তির সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী ম্যাকঅ্যালান জলবায়ু ঝুঁকির ‘ক্ষতি ও ক্ষয়ক্ষতির’ জন্য স্কটল্যান্ডের সমর্থনকে জোর দেন। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বিষয়টির গুরুত্ব তুলে ধরেন। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত সমস্যার সমাধানে আহ্বান জানান তিনি।
ড. মোমেন ২০২১ সালের নভেম্বরে গ্লাসগোতে কপ -২৬ আয়োজনের জন্য স্কটিশ সরকারকেও ধন্যবাদ জানান। বৈঠকে মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২২
টিআর/এসআইএস