কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় পছন্দের ফুটবল দলের প্রতি সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে প্রায় এক হাজার ৯০০ হাত পতাকা টাঙিয়ে তাক লাগিয়ে দিয়েছেন আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকরা।
প্রায় এক মাস ধরে কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের বাকচি সাতপাঁখিয়া ও খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের শ্যামগঞ্জ সীমান্তবর্তী এলাকার গ্রামীন সড়কের দুপাশের গাছ ও খুঁটির সঙ্গে টাঙানো হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা।
অপরদিকে গ্রাম জুড়ে এমন পতাকা টাঙানোর খবর ছড়িয়ে পড়েছে আশপাশের এলাকাগুলোতে। বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ গোপগ্রামে ছুটে আসছেন এক নজর এই পতাকা দেখতে। কেউবা স্মার্টফোনে সেলফি তুলে ক্যামেরায় স্মৃতি সংরক্ষণ করছেন।
আয়োজক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ অতি সন্নিকটে। এরই মধ্যে সারাবিশ্বের মতো বাংলাদেশের দর্শক ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উল্লাস-উদ্দীপনা। তবে এ উৎসবের কোনো কমতি রাখেনি গোপগ্রাম-বাকচি সাতপাঁখিয়া ফুটবল ভক্ত অনুরাগীরাও।
নিজের পছন্দের ফুটবল দলের জানান দিতে এবং দলের প্রতি সমর্থন ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে এখানকার ফুটবল প্রেমীরা ব্যানার, ফেস্টুন, বিভিন্ন স্থানে পতাকা উত্তোলনসহ নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ কাজের অংশ হিসেবেই তাঁরা প্রায় এক হাজার ৯০০ হাত পতাকা টাঙিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। তন্মধ্যে ব্রাজিলের পতাকা প্রায় ৮৫০ হাত। আর ব্রাজিল সমর্থকদের হারিয়ে দিতে আর্জেন্টিনার সমর্থকরা টাঙিয়েছেন প্রায় ১০৫০ হাত পতাকা। ২০১০ সাল থেকে এলাকাবাসী এমন পতাকার আয়োজন করে আসছেন।
আরও জানা গেছে, খবর পেয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। অনেকে আবার স্মার্টফোনে ছবি তুলছেন। সেই ছবি আবার সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় চা বিক্রেতা আলাউদ্দিন বলেন, এক মাস আগে থেকেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে কে হারবে আর কে জিতবে এ নিয়ে চলছে চরম তর্ক বিতর্ক। এখন পতাকা টাঙানোর প্রতিযোগিতা চলছে। তবে তর্ক বিতর্ক হলেও কোনো মারামারি ঝামেলা হয় না। '
এ বিষয়ে আর্জেন্টিনা সমর্থক শামীম বলেন, এ বছর প্রিয় দল আর্জেন্টিনার খেলোয়াররা ভালো খেলছে। আশা করছি ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আমরা কাপ নেব। '
অপরদিকে ব্রাজিলের সমর্থক রাশিদুল বলেন, আমরা পাঁচবারের চ্যাম্পিয়ন। এবারো আমরেই কাপ নেব। তবে ফাইনালে প্রতিদ্বন্দ্বী হিসেবে আর্জেন্টিনাকে দেখতে চাই।
ওই এলাকার আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর সভাপতি মো. হাফিজুর রহমান। তিনি পেশায় একজন মুদি দোকানি। তিনি বলেন, ২০১০ সাল থেকে এখানে দুই দলের সমর্থকদের মাঝে পতাকা টাঙানোর প্রতিযোগিতা চলে আসছে। এখন পর্যন্ত আর্জেন্টিনা সমর্থকরা ১০৫০ হাত পতাকা টাঙিয়েছে। ব্রাজিল বাড়ালে আমরাও বাড়াবো।
ব্রাজিল সমর্থকদের সভাপতি রনি মোল্লা বলেন, বিশ্বকাপ নিয়ে চরম আনন্দ উৎসব চলছে এই এলাকায়। এখন পর্যন্ত ব্রাজিল প্রায় ৮৫০ হাত পতাকা টাঙিয়েছে। আরও বাড়ানো হবে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, যার যার পছন্দের দল সেই সেই সমর্থন করবে। কিন্তু এ নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২২
আরএ