ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে অটিজম সম্পাদকসহ নতুন ৮ পদ

স্টাফ করেসপন্ডেন্ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে অটিজম সম্পাদকসহ নতুন ৮ পদ

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নতুন ৮টি সম্পাদকীয় পদ সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী নতুন পদগুলো সৃষ্টি করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন ৮টি পদ হলো—অটিজম বিষয়ক সম্পাদক, মানবাধিকার বিষয়ক সম্পাদক, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক, টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক সম্পাদক, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক।

তবে নতুন ৮টি পদ সৃষ্টি করলেও মূল কমিটির আকার বাড়ছে না বলে জানিয়েছে ছাত্রলীগ। সেক্ষেত্রে কমে যেতে পারে সদস্য ও সহ-সম্পাদক থেকে আটটি পদ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩   
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।