ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কারাবন্দি বিএনপি নেতা ইদ্রিস মোল্লা মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, আগস্ট ১০, ২০২৩
কারাবন্দি বিএনপি নেতা ইদ্রিস মোল্লা মারা গেছেন

ঢাকা: কারাগারে আটক বিএনপি নেতা মোহাম্মদ ইদ্রিস মোল্লা (৬৮) মারা গেছেন।  

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু।

তিনি জানান, সকালে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ ইদ্রিস মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইদুর রহমান মিন্টু বলেন, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মোল্লাকে গত ২৯ জুলাই রাতে গ্রেপ্তার করে কদমতলী থানা পুলিশ। আগে কোনো মামলা থাকলেও মাতুয়াইলের অবস্থান কর্মসূচির প্রেক্ষিতে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। আদালত জামিন না দিয়ে জেলখানায় পাঠায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।