ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন সিলেটের ১১ নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আ. লীগের মনোনয়ন ফরম কিনলেন সিলেটের ১১ নেতা

সিলেট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শনিবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এবার ফরম প্রতি নেওয়া হচ্ছে ৫০ হাজার টাকা।

প্রথম দিনেই সিলেট বিভাগের ১১ নেতা সংসদ সদস্য প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।  

এরমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল মৌলভীবাজার-২ আসনে লড়াই করতে মনোনয়ন ফরম কিনেছেন। সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন অ্যাডভোকেট রনজিত সরকার। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের পক্ষ থেকে দলীয় মনোনয়ন ফরম কেনা হয়েছে। সিলেট-৫ আসনে নৌকা নিয়ে লড়তে চান তিনি।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার পর গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

বেলা সাড়ে ১১টায় মনোনয়ন ফরম বিক্রি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা মনোনয়ন ফরম কেনেন। একইভাবে বাইরে থেকে হুমড়ি খেয়ে পড়েন সকাল থেকে অপেক্ষমাণ নেতাকর্মীরা।

প্রথম দিনে ১৯০টি ফরমের মধ্যে সিলেট বিভাগের জন্য ১১টি, ঢাকা বিভাগ ৫১টি, চট্টগ্রাম বিভাগে ৪০, ময়মনসিংহ বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১১, খুলনা বিভাগে ২২, রংপুর বিভাগে ১৭ এবং রাজশাহী বিভাগ ২৩টি।

মনোনয়ন ফরম কেনার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ৫০ হাজার টাকা জমা দিতে হয়। জাতীয় পরিচয়পত্রের ওপর দলীয় পদ ও আসন উল্লেখ করার কথা বলেছে আওয়ামী লীগ। মনোনয়ন ফরম কেনা যাবে ২১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন কেনা ও জমা দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।