ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিদেশি পর্যবেক্ষকদের চোখে ছানি পড়েছে: হিরো আলম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
বিদেশি পর্যবেক্ষকদের চোখে ছানি পড়েছে: হিরো আলম

ঢাকা: আলোচিত ইউটিউবার ও বগুড়া-৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হো‌সেন আলম ওরফে হিরো আলম বলেছেন, ‌‘আওয়ামী লীগ সুষ্ঠু ভোট করে নাকি জাল ভোট করে, বিদেশি পর্যবেক্ষকরা দেখবে কোথা থেকে, তাদের চোখে ছানি পড়েছে। তারা দেখতেই পারে না।

সোমবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভোট বর্জনের কাগজ জমা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই হাজার ১৭৫ ভোট পেয়ে জামানত হারান হিরো আলম। তবে ফল ঘোষণার আগেই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভোট বর্জনের পোস্ট করেন।

হিরো আলম বলেন, ‘গতকাল যে নির্বাচন হয়েছে এটা নাটকীয় নির্বাচন। আমিও ভোট করতে চাইনি। ভোট একটি কারণে করেছি। এ আসনে প্রতিবারই দুর্নীতি করা হয় আমার ওপর। এবারও করবে, তা আমি আগে থেকেই জানতাম। দেশবাসীর কাছে তা প্রমাণ করার জন্যই আমি নির্বাচনের মাঠে ছিলাম। আমি ইচ্ছা করলে গতকাল সকালেই ভোট বর্জন করতে পারতাম। কিন্তু করিনি। কারণ, আপনারা শেষ পর্যন্ত দেখেন মাঠে কী হয়। ’

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।