ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

ফ্যাসিবাদী সরকার পালানোর পর ফিরে আসার ইতিহাস নাই: রফিকুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
ফ্যাসিবাদী সরকার পালানোর পর ফিরে আসার ইতিহাস নাই: রফিকুল ইসলাম সলঙ্গা থানা মাঠে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ:  জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পর ফিরে এসেছে এ ইতিহাস নাই। কাজেই (আওয়ামী লীগ সরকার) আর ফিরে আসার সম্ভাবনা নাই।

তারা হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, লাখ লাখ মানুষকে কারাবন্দি করেছে সর্বশেষ ছাত্র-আন্দোলন ঠেকানোর জন্য গণহত্যা চালিয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি গণহত্যা চালিয়েছিলেন, আপনার হাতে ছিল পুলিশ,বিডিআর, আর্মি, ছাত্রলীগ, হেলমেটলীগ, চাপাতিলীগ ও সচিবালয় থেকে শুরু করে বহু কিছু। কিন্তু আপনি পালিয়ে গেছেন। বলেছিলেন, উন্নয়নের রোল মডেল করেছেন, পালালেন কেন? আমাদের নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। জেলখানায় হত্যা করা হয়েছে। কিন্তু জামায়াতের কোনো নেতা পালায়নি। ভালো কাজই যদি করেন, তাহলে পালালেন কেন? দেশে থেকে মোকাবিলা করতেন। আপনি ভালো না মন্দ জনগণ বিচার করতো।  

জামায়াতের এ নেতা বলেন, সেনাবাহিনী নাকি জানিয়ে দিয়েছিল সময় ৪৫ মিনিট। এরপর দায়দায়িত্ব আমাদের নাই। এরপরও উনি (শেখ হাসিনা) প্রতিবেশী দেশে থেকে বলেন, চট করে ঢুকে পড়ব। উনিও জানেন উনি আর কোনোদিন ফিরবেন না। এসব বলেন তার লোকদের চাঙ্গা করার জন্য। আবার পালিয়ে যাওয়া নেত্রীর কথা শুনে কেউ আবার উঁকিঝুঁকি মারে। তাদেরকে বিনয়ের সঙ্গে বলছি, যারা উঁকিঝুঁকি মারবেন তারা বিপদে পড়বেন। বাংলাদেশের মানুষ এই গণহত্যাকারীদের ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, ২০২৪, ২০১৮ আর ২০১৪ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। আর ২০০৮ সালের নির্বাচন হয়েছিল ষড়যন্ত্রের নির্বাচন। মঈনুদ্দিন-ফখরুদ্দিন আর ভারত এবং হাসিনা এই ত্রি-শক্তির ষড়যন্ত্রের সমঝোতার নির্বাচন হয়েছিল ২০০৮ সালের নির্বাচন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সলঙ্গা থানার সভাপতি মো. আনিছুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা জামায়াত শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ছাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, উল্লাপাড়া উপজেলা জামায়াত ইসলামী আমির অধ্যাপক শাহজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশিদুল ইসলাম শহীদ, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার, সলঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি মহসিন আলম।

আরও পড়ুন>> ‘মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও জামায়াতের মন্ত্রীদের দুর্নীতি বের করতে পারেনি’

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।